মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অস্ট্রেলিয়ায় চার শিশু মিলে গাড়ি চুরি করে তাতে পাড়ি দিল ৯০০ কিলোমিটারের বেশি পথ! চারজনেরই বয়স ১০-১৪ বছরের মধ্যে। পুলিশ উদ্ধার করার আগে রোববার বানানা শহরের একটি সার্ভিস স্টেশন থেকে পেট্রলও চুরি করেছে ওই চার শিশু, এমন অভিযোগও আনা হয়েছে! নিউ সাউথ ওয়েলস পুলিশের ইন্সপেক্টর ড্যারেন উইলিয়ামস বলেন, টানা গাড়ি চালালেও এই পথ অতিক্রম করতে আনুমানিক ১০ ঘণ্টা সময় লাগার কথা। গাড়ি নিয়ে পালানো এই চার শিশুর মধ্যে ছেলেশিশু তিনটি, আরেকটি মেয়েশিশু। রোববার নিউ সাউথ ওয়েলসের গ্র্যাফটন শহর থেকে তাদের উদ্ধার করে পুলিশ। চার শিশুর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে কী অপরাধে তাদের দোষী সাব্যস্ত করা হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি। প্রায় ১০ ঘণ্টার এ যাত্রায় ঘুরিয়ে-ফিরিয়ে সব শিশুই গাড়ি চালিয়েছে বলে ভাষ্য উইলিয়ামসের। এত কম বয়সী একটি শিশুর পক্ষে টানা এতক্ষণ গাড়ি চালানো সম্ভব নয় বলেই ধারণা করছেন তিনি। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।