Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অন্তঃসত্ত্বা মেয়েকে খুন মুম্বাইয়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

ভারতে আবারও অনারকিলিংয়ের শিকার হলেন মুম্বাইয়ের এক নারী। বাবার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করার চরম মূল্য দিতে হলো মীনাক্ষি নামের ওই নারীকে। ২০ বছরের অন্তঃসত্ত্বা মেয়েকে খুন করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। রোববার ঘাটকোপা এলাকা থেকে ওই মেয়েটির রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মেয়েটির বাবাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে মীনাক্ষিকে ফোন করে তার বাবা দেখা করতে বলেন। নতুন জামাকাপড় কিনতে সে কিছু টাকা দিতে চায় বলে মেয়েকে জানান। মীনাক্ষি বাবার সঙ্গে দেখা করতে গেলে তাকে টাকা দিতে গিয়ে ইচ্ছে করে তা মাটিয়ে ফেলে দেয় রাজকুমার (৫৫)। মেয়েকে সেই টাকা তুলতে বলেন তিনি। মীনাক্ষি যখন মাটিতে ঝুঁকে টাকা তুলতে যান তখনই ধারালো অস্ত্র দিয়ে রাজকুমার তার গলায় কোপাতে শুরু করেন বলে অভিযোগ উঠেছে। পুলিশের জেরায় সে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে রাজকুমার। দ্য হিন্দু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ