Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় ৫১৯ জে‌লে‌কে নি‌য়ে কোস্ট গা‌র্ডের ২ জাহা‌জ ভারতের পথে

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৯, ১:৪৭ পিএম

পটুয়াখালীর পায়রাবন্দ‌রের কোস্ট গা‌র্ডের ঘা‌টি‌তে নিরাপদ হেফাজ‌তে থাকা ৩২ টি ট্রলার সহ ৫১৯ জন জে‌লে‌কে নি‌য়ে বাংলা‌দেশ কোস্টগা‌র্ডের দু‌টি জাহাজ ভারতীয় সীমানার উ‌ে্দে‌শ্যে অাজ ভোররা‌তে পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দ‌রের কোস্ট গা‌র্ডের ঘাট ত্যাগ ক‌রে।
‌কোস্ট গার্ডের মি‌ডয়া কর্মকর্তা লে: শা‌কিল জানান,গত ৭জুলাই ঝ‌ড়ের কব‌লে প‌ড়ে বাংলা‌দে‌শের সীমানায় প্র‌বেশ করা জে‌লে‌দের বাংলা‌দেশ কোস্টগার্ড নিরাপদ হেফাজ‌তে নেয়ার ৯ দিন প‌রে অাবহাওয়া স্বাভা‌বিক হওয়ায় অাজ ভোররা‌তে ভারতীয় সীমানায় পৌ‌ছি‌য়ে দেয়ার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী কোস্টগা‌র্ডের দু‌টি জাহা‌জের প্রহারায় ভারতীয় সিমানার প্র‌বেশমু‌খে ভারতীয় কোস্টগা‌র্ডের কা‌ছে হস্তান্তর কর‌বেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতীয় ৫১৯ জে‌লে‌
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ