মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিরোধীদের আপত্তি সত্তে¡ও ভারতের বিজেপি সংখ্যাগরিষ্ঠ লোকসভায় পাশ হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) সংশোধনী বিল। এ নিয়ে গতকাল সংসদ অধিবেশনের মধ্যেই তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ এবং অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। বিজেপির এক সংসদ সদস্যের বক্তব্য শুনতে বলায় অমিত শাহকে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘আপনি আমাদের ভয় দেখাতে পারেন না’।
জবাবে অমিত শাহ বলেন, ‘আপনার মনে ভয় ঢুকে গেলে আমরা কী করতে পারি!’
নতুন পাশ করা বিলটিতে সাইবার ক্রাইম, মানব পাচার এবং বিদেশে থাকা ভারতীয়র ওপর হামলার মতো অপরাধগুলো তদন্তের ক্ষমতা দেয়া হয়েছে এনআইএকে। গতকাল বিলটি রাজ্যসভায় পাস হয়।
মুম্বাই হামলার পর ২০০৯ সালে মনমোহন সিংহ সরকারের আমলে এনআইএ গঠিত হয়। এতদিন এনআইয়ের ভ‚মিকা সন্ত্রাস দমন তথা তদন্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
নতুন এ আইনের মাধ্যমে মানব পাচার, দেশবিরোধী গতিবিধি, জাল নোট, বেআইনি অস্ত্রের নির্মাণ ও কারবার, সাইবার সন্ত্রাস এবং ১৯০৮ সালের বিস্ফোরক পদার্থ আইনের আওতায় থাকা অপরাধগুলোও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়া হয়েছে। এখন থেকে বিশেষ আদালতে মামলার শুনানিও করতে পারবে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।
তবে বিলটির বিরোধিতা করেছে বিরোধীরা। তাদের যুক্তি, এই বিলের ফলে ভারত একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হবে এবং আইনটি অপব্যবহার করা হবে। সূত্র : এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।