Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

মেয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ গতকাল থেকে সিজেকেএস জিমন্যাশিয়ামে শুরু হয়েছে। ৬৩টি দল এতে খেলছে। অংশগ্রহণকারী মোট খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে ৩১৮ জন। এবারের আয়োজনে পৃষ্ঠপোষক হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সন্ধ্যায় এ চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরুষ বিভাগে শক্তিশালী দল গঠন করেছে সিলেট জেলা, দি সার্ভিস দল বাংলাদেশ আনসার, রেলওয়ে ও চট্টগ্রাম জেলাসহ আরও কয়েকটি দল। র‌্যাংকিং নাম্বার ওয়ান গৌরব সিংহ খেলছে সিলেট জেলায়। এ জেলায় অপর তারকা খেলোয়াড় মঙ্গল সিংহ পরীক্ষার জন্য খেলছেন না। শুভ খন্দকার ও তুষার খেলছে আনসার দলে। জাতীয় তারকা দুই ভাই সাজ্জাদ উল্লাহ ও সিফাত উল্লাহ খেলছেন চট্টগ্রাম জেলায়। মহিলা বিভাগে সার্ভিস দলগুলো শিরোপা লড়াইয়ের জন্য বেশ ভাল দল গঠন করেছে। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭৫টি খেলা সম্পন্ন হয়েছে। পুরুষ ও মহিলা বিভাগে একক চ্যাম্পিয়ন দল পাবে ১০ হাজার টাকা প্রাইজমানি, রানার্স আপ পাবে ৫ হাজার টাকা প্রাইজমানি। এছাড়া পুরুষ ও মহিলা দ্বৈত চ্যাম্পিয়ন পাবে ২০ হাজার টাকা এবং রানার্স আপ পাবে ১০ হাজার টাকা। মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন পাবে ১৫ হাজার টাকা এবং রানার্স আপ পাবে ১০ হাজার টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ