Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন নিষেধাজ্ঞায় পড়ছে না তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

রাশিয়া থেকে এস-৪০০ এর চালান গ্রহণের কারণে ক্ষুব্ধ মার্কিন সরকারের কোনো নিষেধাজ্ঞায় পড়ছে না তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান রোববার সাংবাদিকদের এ কথা বলেন। খবর রয়টার্সের। এরদোগান বলেন, নিষেধাজ্ঞা আরোপ না করে বরং মার্কিন প্রশাসন কোনো মধ্যপন্থা অবলম্বন করতে পারে। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণ না করার জন্য তুরস্ককে সতর্ক করে আসছে। কিন্তু তুরস্ক মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করেই তা গ্রহণ করল। আমেরিকা এরই মধ্যে তুরস্ককে এফ-৩৫ বিমান দেবে না বলে ঘোষণা দিয়েছে। এ ছাড়া ওয়াশিংটন দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে বলে আশঙ্কা করা হচ্ছিল। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ