Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মস্তিষ্ক বিকৃতি ঘটেনি তো...?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

মুসলিমদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে আবারও বিতর্কে জড়ালেন ভারতের উত্তর প্রদেশের এক বিজেপি বিধায়ক। উত্তরপ্রদেশের বাল্লিয়ার বিধায়ক সুরেন্দ্র সিং মুসলিম জনসংখ্যার কথা বলতে গিয়ে তাদের আচরণকে পশুর সঙ্গে তুলনা করেছেন। মুসলিম বিরোধী মন্তব্যের জন্য পরিচিত এই বিজেপি বিধায়ক বলেন, আপনারা জানেন, মুসলিম ধর্মের অনেকেরই ৫০টি স্ত্রী আর ১০০টি সন্তান থাকে। তার মতেই এটাই মুসলিমদের ঐতিহ্য এবং এই প্রবণতা পাশবিক। সমাজে দু›টি বা চারটি সন্তানের জন্ম দেওয়াটাই স্বাভাবিক বলে মনে করেন তিনি। তবে মুসলিমদের নিয়ে তিনি যে ধরনের মন্তব্য করলেন তার কোন ভিত্তি নেই। আর্থিক সামর্থ্য থাকলে মুসলিমদের মধ্যে চার বিয়ের প্রচলন রয়েছে। তবে সেই সংখ্যাও খুব কম। আর তিনি যেভাবে ৫০ স্ত্রী আর ১০০ সন্তানের কথা বললেন সেটাও খুব বিরল ঘটনা। অথচ এর আগে গত বছর বিজেপির এই নেতা বলেছিলেন, হিন্দুত্বকে অটুট রাখতে প্রত্যেক হিন্দু দম্পতির ৫টি করে সন্তানের জন্ম দেওয়া উচিত। বিশ্লেষকরা বলছেন তার মস্তিষ্ক বিকৃতি ঘটেনি তো। ওয়েবসাইট।



 

Show all comments
  • Nannu chowhan ১৬ জুলাই, ২০১৯, ৯:৩৩ এএম says : 0
    This mp is really abnormal also bias. He should prescribed by psychiatric...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ