Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামীর বিরুদ্ধে ৩ হাজার ২৬৫ স্ত্রীর মামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

ভারতের কেরালায় ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত চার বছরে স্বামীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন অন্তত তিন হাজার দুশ ৬৫ জন নারী। সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। যদিও সমাজকর্মীদের মতে, বাস্তবে এই সংখ্যা আরো অনেক বেশি। স্বামীর দ্বারা প্রতিনিয়ত শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হলেও সামাজের ভয়ে এই নারীরা প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না। কেরালা রাজ্য সমাজকল্যাণ পর্ষদের পরিসংখ্যান অনুসারে, পারিবারিক সহিংসতার শিকার নারীদের কাউন্সেলিং এবং সহায়তার জন্য রাজ্যের প্রতিটি জেলায় অন্তত একটি করে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। বর্তমানে রাজ্যে এ ধরনের মোট ১৪টি কেন্দ্র আছে। ২০১৫ সালের পারিবারিক হিংসা প্রতিরোধ আইনে নির্যাতিত নারীদের সহায়তার জন্য এ ধরনের কেন্দ্র তৈরির কথা বলা হয়েছে। পরিসংখ্যান বলছে, ২০১৫-২০১৬ সালে রাজ্যগুড়ে ছয় হাজার ৫১টি পারিবারিক সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে সাতশ ১৬টি মামলায় নারীরা নিজের স্বামীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। আর ২০১৭-২০১৮ সালে স্বামীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন কেরালার নয়শ ১৫ জন নারী। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ