Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

কৃত্রিম চাঁদ দেখা যাবে ২০২০ সালেই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

শিগগিরই চীনের আকাশে দু’টি চাঁদ দেখা যেতে পারে। চীন দ্বিতীয় এই চাঁদটি তৈরি করছে। আর সেটাই হতে যাচ্ছে প্রথম কৃত্রিম চাঁদ। বছর দুয়েকের মধ্যেই কৃত্রিম চাঁদ আকাশে স্থাপন করবে চীন। সড়ক বাতির বদলে সেই চাঁদই আলো দেবে। এতে বিদ্যুতের সাশ্রয় হবে বলে জানিয়েছে চীন। চীনা দৈনিকের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, দক্ষিণ সিয়াচেন প্রদেশের চেংদু শহরে কৃত্রিম ওই চাঁদের নির্মাণকাজ চলছে। ২০২০ সালে পরীক্ষামূলকভাবে সেটা উৎক্ষেপণ করা হবে। তাতে সফল হলে আরো তিনটি চাঁদ আকাশে পাঠাবে চীন। তিয়ান ফু নিউ এরিয়া সায়েন্স সোসাইটির পক্ষ থেকে সংস্থার কর্ণধার উ চানমেং সাংবাদিকদের জানান, সকল পরীক্ষা সফল হলে ২০২২ সালে যে চাঁদ উৎক্ষেপণ করা হবে, সেটিই স্থায়ীভাবে আকাশে থেকে আলো দেবে। চীনা দৈনিকের দাবি, কৃত্রিম ওই চাঁদ সূর্যের আলোকে প্রতিফলিত করবে। অবিকল চাঁদের মতোই হবে সেটা। কৃত্রিম চাঁদের আলো নাকি সত্যি চাঁদের আলোর থেকেও আট গুণ বেশি উজ্জ্বল হবে। তাতে বছরে প্রায় ১৭ কোটি ডলার বিদ্যুৎখরচ কমে যাবে। রাতের রাস্তায় কোনো বাতি জ্বালানোর প্রয়োজনই পড়বে না। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ