Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দূর্ভাগ্য সাকিবের!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

এবারের বিশ্বকাপে ব্যাট ও বল হাতে এককভাবে দূর্দান্ত পারফরমেন্স করেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন না বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। শেষ পর্যন্ত আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিলেন রানার্সআপ নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। যিনি ব্যাট হাতে ২ ফিফটি ও ২ সেঞ্চুরিতে করেছেন ৫৭৮ রান। বিশ্বকাপে দলের অবস্থান অষ্টম হওয়ায় সংশয় ও সন্দেহের অন্ত ছিল না। কেননা টুর্নামেন্টের ইতিহাসে গেল এগার বিশ্বকাপে কোনোবারই প্রথম পর্বে বাদ যাওয়া দলের ক্রিকেটার নির্বাচিত হননি আসর সেরা খেলোয়াড়।
তাই ব্যাটে-বলে সমান আলো ছড়িয়েও দ্বিধা ছিলো বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের টুর্নামেন্ট সেরা হওয়ার ব্যাপারে। সেসব শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। ব্যাট হাতে সাকিব দুই সেঞ্চুরি ও পাঁচ হাফসেঞ্চুরিতে ৬০৬ রান ও বল হাতে ১১ উইকেট শিকার করেও পাননি টুর্নামেন্ট সেরার খেতাব।
তাকে পেছনে ফেলে পুরো টুর্নামেন্টে ধারাবাহিক ব্যাটিং এবং প্রায় একা হাতে নিজ দলকে রানার্সআপ করিয়ে এবারের বিশ্বকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কেন উইলিয়ামসনই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ