Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উইম্বলডনেও রোমাঞ্চকর রাত

ফেদেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

মাত্র ১০ মাইল দূরের লর্ডসের উত্তেজনার সঙ্গে হয়তো মেলানো যাবে না তবে লন্ডনেরই অল ইংল্যান্ড ক্লাবের গ্যালারিতে উপস্থিত দর্শকের বুকের দুরু দুরু কাপুনি টের পাওয়া গেছে প্রতিটি শটে সার্ভে আর ব্রেক পয়েন্টে। একই দিনে হওয়া ক্রীড়াঙ্গণের আরেক শ্বাসরুদ্ধকর ফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জোকোভিচ। টানা দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির শিরোপা জিতলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা।

সেন্টার কোর্টে পুরুষ এককের শিরোপা লড়াইয়ে প্রথম সেট হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন রেকর্ড ২০টি গ্র্যান্ড ¯ø্যাম জয়ী ফেদেরার। তৃতীয় সেটে আবারও বাজিমাত করেন জোকোভিচ। বারবার পট পরিবর্তনের রোমাঞ্চকর ম্যাচে শেষ সেট গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপ ধরে রেখে উইম্বলডনে পঞ্চম শিরোপা জেতেন সার্বিয়ান তারকা। চার ঘণ্টা ৫৫ মিনিট স্থায়ী ম্যাচটি ৭-৬, ১-৬, ৭-৬, ৪-৬, ১৩-১২(৭-৩) গেমে শেষ হাসি হাসেন জোকোভিচ। শেষ সেটের স্থায়ীত্ব ছিল ১২২ মিনিট!
টেনিসের উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড ¯ø্যাম চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ছিল আগস্টে ৩৯ বছর বয়সে পা দিতে যাওয়া ফেদেরারের সামনে। কিন্তু এ যাত্রায় সেটা আর হলো না। পুরুষ ও নারী মিলিয়ে উইম্বলডনের এককে রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন মার্তিনা নাভ্রাতিলোভাকে ছোঁয়ার অপেক্ষাও বাড়লো সুইস তারকার সামনে। তবে চ্যাম্পিয়নকে অভিনন্দন জানাতে এতটুকু কার্পণ্য করেনি ফেদেরার, ‘অসাধারণ একটি ম্যাচ ছিল। দীর্ঘ লড়াই, ম্যাচটিতে সবকিছু ছিল। নোভাক, অভিনন্দন তোমাকে।’
গত ১২ মাসে পাঁচ গ্র্যান্ড ¯ø্যামের চারটিতে ফাইনালে উঠে সবকটিতেই চ্যাম্পিয়ন হলেন জোকোভিচ। ক্যারিয়ারে ৩২ বছর বয়সী তারকার এটি ১৬টি গ্র্যান্ড ¯ø্যাম শিরোপা। আর ফেদেরারের বিপক্ষে ৪৮ বারের মুখোমুখি লড়াইয়ে জোকোভিচের এটা ২৬তম জয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে শিরোপা নিশ্চিত হওয়ার পরও যেন বিশ্বাসই হচ্ছিল না জোকোভিচের, ‘এটা পুরোপুরি স্বপ্নের মতো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ