Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ফিরতে প্রস্তুত নেইমার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ৩:২৩ এএম

গোঁড়ালির ইনজুরির কারণে ঘরের মাঠে অনুষ্ঠিত কোপা আমেরিকায় ছিলেন দর্শক হয়ে। অবশেষে চোট কাটিয়ে মাঠে ফেরার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছেন নেইমার। সাও পাওলোতে গণমাধ্যমের সাথে আলাপকালে নিজেকে শতভাগ ফিট দাবী করে ব্রাজিলিয়ান তারকা জানান, সোমবার নিজ ক্লাব পিএসজিতে যোগ দিতে যাচ্ছেন তিনি।
কোপার আসর শুরুর আগে কাতারের বিপক্ষে গোড়ালিতে চোট পেয়েছিলেন নেইমার। এরপর থেকে মাঠের বাইরে থাকলেও তাকে নিয়ে আলোচনা-সমালোচনা থেমে থাকেনি। অবশেষে মাঠে ফেরার ব্যাপারে ২৭ বছর বয়সী বলেন, ‘আমি এখন প্রায় শতভাগ ফিট। এখন লক্ষ্য অনুশীলনে ফেরা।’
পিএসজির প্রাক-মৌসুম অনুশীলন শুরু হয়েছে গত সপ্তাহে। কিন্তু দলের সঙ্গে নেইমার যোগ না দেয়ায় পিএসজির পক্ষ থেকে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। অনেকেই তার অনুপস্থিতির পিছনে বার্সেলোনায় ফিরে যাবার বিষয়টিও সামনে নিয়ে আসেন। শনিবার ইন্সটাগ্রামে দেয়া ১০ সেকেন্ডের একটি ভিডিও ক্যাম্প ন্যুতে তার সম্ভাব্য ফেরার গুঞ্জন বাড়িয়েছে। সেখানে দেখা গেছে বিশ্বের সবচেয়ে দামী এই খেলোয়াড় বার্সেলোনার টি-শার্ট পরে তার বাবার সাথে কথা বলছেন। দু’জনেই গত সপ্তাহে জানিয়েছিলেন, নিজেদের চ্যারিটি ফাউন্ডেশনের একটি কাজে জন্য পিএসজির অনুশীলনে যোগ না দেওয়ার বিষয়টি প্রায় এক বছর আগেই ফ্রেঞ্চ জায়ান্টদের অবহিত করা হয়েছিল।
এদিকে গত সোমবার পিএসজি’র প্রথম অনুশীলনে কোন কারণ ছাড়া নেইমারের অনুপস্থিতি প্রসঙ্গে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছিল তারা বিষয়টি জানে না এবং এ ব্যপারে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।
২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। সম্প্রতি ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের স্পোর্টিং ডাইরেক্টর লিওনার্দো জানিয়েছেন, যদি প্রস্তাব গ্রহণযোগ্য হয় তবে নেইমার অবশ্যই পিএসজি ছেড়ে চলে যেতে পারে।
ক্লাবের অনুশীলনে নেই ইকার্দি
স্পোর্টস ডেস্ক : গত মৌসুমের মাঝপথ থেকেই মাউরো ইকার্দিকে নিয়ে ইন্টার মিলানে চলছে চরম অনিশ্চয়তা। এই তিন ক্লাব ছাড়েন, তো পারক্ষণেই জানা যায় তিনি দলের অবিচ্ছেদ্য অংশ। নতুন দলবদলের বাজারেও আর্জেন্টান স্ট্রাইকারের ভাগ্য নির্ধারণ হয়নি। এরই মাঝে খবর, সুইজারল্যান্ডে ক্লাবের প্রাক-মৌসুম অনুশীলন ক্যাম্পে যোগ দেননি ইকার্দি। দলবদলের গুঞ্জনে ইকার্দি অনুশীলন ত্যাগ করেছেন বলে সিরি আ জায়ান্টদের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে। এক টুইটার বার্তায় ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, দলের অনুশীলন ক্যাম্প থেকে ইকার্দি মিলানে ফিরে গেছেন। গত মৌসুমে ক্লাবের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয় এই তাকে। একইসাথে দীর্ঘ চুক্তিতে ইকার্দির সাথে ক্লাবের দ্ব›দ্ধ দেখা দেয়। তখন থেকেই মূলত জুভেন্টাসের সাথে তার আলোচনার গুঞ্জন শোনা গিয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ