নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় আজ থেকে শুরু হচ্ছে ২২ লাখ টাকা বাজেটের মেয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। এমএ আজিজ স্টেডিয়ামস্থ জিমন্যাশিয়ামে পাঁচ ইভেন্টের ৫ দিনব্যাপী আসরের উদ্বোধন করবেন সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ আ জ ম নাছির উদ্দীন। জেলার ৪৭টি, বিভাগীয় ৭টি, সার্ভিস ৪টি, বিশ্ববিদ্যালয় ৪টি ও একটি শিক্ষা বোর্ডসহ ৬৩টি দলের মোট ৩১৮ জন খেলোয়াড় (পুরুষ ২৬৮ ও মহিলা ৫০জন) অংশ নিচ্ছে। ইভেন্টগুলো হচ্ছে পুরুষ একক ও দ্বৈত, মহিলা একক ও দ্বৈত ও মিশ্র দ্বৈত। চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ধরা হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা। পরশু এক সাংবাদিক সম্মেলনে ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলাম এসব তথ্য জানান। প্রেসক্লাবের সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ আলী আব্বাস, ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা বক্তব্য রাখেন।
বিশ্বকাপ ২০১৯ ফাইনাল
ইংল্যান্ড-নিউজিল্যান্ড, লর্ডস
টস : নিউজিল্যান্ড (ব্যাটিং)
নিউজিল্যান্ড ইনিংস রান বল ৪ ৬
গাপটিল এলবি ব ওকস ১৯ ১৮ ২ ১
নিকোলস বোল্ড প্লাঙ্কেট ৫৫ ৭৭ ৪ ০
উইলিয়ামসন ক বাটলার ব প্লাঙ্কেট ৩০ ৫৩ ২ ০
টেলর এলবি ব উড ১৫ ৩১ ০ ০
লাথাম ক ভিন্স ব ওকস ৪৭ ৫৬ ২ ১
নিশাম ক রুট ব প্লাঙ্কেট ১৯ ২৫ ৩ ০
গ্র্যান্ডহোম ক ভিন্স ব ওকস ১৬ ২৮ ০ ০
স্যান্টনার অপরাজিত ৫ ৯ ০ ০
হেনরি বোল্ড আর্চার ৪ ২ ১ ০
বোল্ট অপরাজিত ১ ২ ০ ০
অতি. (লেবা ১২, নো ১, ও ১৭) ৩০
মোট (৮ উইকেট, ৫০ ওভার) ২৪১
উইকেট পতন : ১-২৯ (গাপটিল), ২-১০৩ (উইলিয়ামসন), ৩-১১৮ (নিকোলস), ৪-১৪১ (টেলর), ৫-১৭৩ (নিশাম), ৬-২১৯ (গ্র্যান্ডহোম), ৭-২৩২ (লাথাম), ৮-২৪০ (হেনরি)।
বোলিং : ওকস ৯-০-৩৭-৩, আর্চার ১০-০-৪২-১, প্লাঙ্কেট ১০-০-৪২-৩, উড ১০-১-৪৯-১, রশিদ ৮-০-৩৯-০, স্টোকস ৩-০-২০-০। *অসমাপ্ত
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।