Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপালে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

হিমালয় কন্যা নেপালে গত কয়েকদিনে ভারী বর্ষণজনিত বন্যা ও ভ‚মিধসে রোববার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৪৭ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ৪৭ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন ২৮ জন। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ২৯ জন। কর্মকর্তারা জানিয়েছেন, শুধু শুক্রবার রাতেই ১৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানী কাঠমান্ডুতে ঘরের দেয়াল ধসে এক পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের ৭৭টি জেলার মধ্যে ইতোমধ্যেই ২০টি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ললিতপুর, কেভরি, কোটাঙ, ভোজপুর, মাকানপুরের মতো এলাকাগুলো। দুর্গত এলাকা থেকে অনেক লোককে উদ্ধার করা হয়েছে। নদীর পানি বেড়ে যাওয়ায় দুর্গত এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে। রাবারের নৌকায় বন্যাদুর্গতদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। আবহাওয়া দফতরের কর্মকর্তা বিভ‚তি পোখারেল রয়টার্সকে বলেন, কিছু জায়গায় বৃষ্টিপাত কমলেও লোকজনকে সতর্ক থাকতে হবে। কেননা রোববার পর্যন্ত ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ