Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃষ্টি না হলে ৪৮ দিনেই হায়দরাবাদের পানি ফুরিয়ে যাবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

এই বর্ষা মওসুমেও বৃষ্টির দেখা নেই চেন্নাইয়ে। বিভিন্ন শহরেরও পানির স্তর একদম তলানিতে ঠেকেছে। চেন্নাইয়ে পানির জন্য হাহাকার পড়ে গেছে। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে হায়দরাবাদও। তেলেঙ্গানার এই শহরে পানির স্তর একদম তলানিতে গিয়ে ঠেকেছে। বৃষ্টি না হলে পানির আধারগুলো শুকিয়ে যাবে ৪৮ দিনের মধ্যে। তারপর শেষ হয়ে যাবে হায়দরাবাদের পানি। 

ফলে বিপাকে পড়তে পারে হায়দরাবাদ, সেকেন্দারাবাদ এবং গ্রেটার হায়দরাবাদ সংলগ্ন অঞ্চলগুলো। ওই অঞ্চলে আগস্টের শেষের দিকেই পানির ভান্ডার তলানিতে এসে ঠেকবে। সরকারি একজন কর্মকর্তা জানান, বর্ষাকালে বৃষ্টির পরিমাণ না বাড়লে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই হায়দরাবাদে পানির সঙ্কট দেখা দেবে।
জানা গেছে, গত বছরের জুলাইয়ের তুলনায় বর্তমানে পানির স্তর ১২ ফুট নীচে রয়েছে। এছাড়া নাগার্জুন সাগর, গোদাবরী, ওসমান সাগর এবং হিমায়ত সাগরের পানির স্তর অনেকটাই কমে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রত্যেক বছর এই সময় পানির স্তর সাধারণের তুলনায় ৫ থেকে ১০ ফুট ওপরেই থাকে। কিন্তু এ বছর সেরকম কিছুই হয়নি। তবে আগামী কয়েকদিনে একটু ভালো বৃষ্টি হলেও পুনরায় পানির স্তর বেড়ে যেতে পারে- এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র : এসএএম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ