মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনায় আইনি বাধা নেই বলে জানিয়েছে রাশিয়া। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জাতিসংঘের সংস্থাগুলোতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, বিশ্বের কোনো দেশের জন্যই ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনায় আইনগত বাধা নেই যা ইরানের ক্ষেত্রেও প্রযোজ্য। ইরানের পরমাণু সমঝোতার মেয়াদ শেষ হয়ে গেলে কি হবে- এমন প্রশ্নের উত্তরে উলিয়ানোভ বলেন, তখন পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষরকারী অন্যান্য দেশের সঙ্গে যে আচরণ করা হয় ইরানের সঙ্গেও সে আচরণ করা হবে। রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক আরো বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আঞ্চলিকভাবে গঠনমূলক আলোচনা করা যায় এবং পরমাণু সমঝোতা সে ধরনের আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছে। আরটি, পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।