Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাষ্ট্রীয় অতিথি হিসেবে এবার হজ করবেন ১৩শ ব্যক্তিত্ব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

চলতি বছর রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজ পালনের জন্য বিশ্বের ৭২টি দেশের এক হাজার ৩০০ বিশিষ্ট ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছেন সউদী আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়কের অতিথি কর্মসূচির আওতায় ওই ব্যক্তিদের এই আমন্ত্রণ জানানো হয়েছে। ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ অ্যান্ড গাইডেন্স বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল আশেখ এই কর্মসূচি দেখভাল করছেন। তিনি বলেন, এই আদেশ এটাই প্রমাণ করে যে সউদী বাদশাহ মুসলিমদের স্বার্থ রক্ষার চেষ্টা করছে। তিনি জানান, এই কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫২ হাজার ৭৪৭ জন ব্যক্তি হজ করেছেন। এর আগে সউদী বাদশাহ সালমান এক হাজার ফিলিস্তিনি হাজির থাকা ও খাওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছিলেন। ওই এক হাজার ফিলিস্তিনি শহিদ পরিবারের সদস্য। আল-আশেখ বলেন, মিশর ও জর্ডানে আমাদের দূতাবাসের মাধ্যমে হাজির ভ্রমণের এই প্রক্রিয়া দেখাশোনা করা হবে। এছাড়া এসব আমন্ত্রিত অতিথিদের জন্য ব্যক্তিগত ফ্লাইট নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সবকিছু চূড়ান্ত করবে মন্ত্রণালয়। আরব নিউজ।



 

Show all comments
  • Malek ১৫ জুলাই, ২০১৯, ১২:১৯ পিএম says : 0
    Thank you Soudia Aribia.
    Total Reply(0) Reply
  • Malek ১৫ জুলাই, ২০১৯, ১২:১৯ পিএম says : 0
    Thank you.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ