মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাইওয়ানের অস্ত্র ক্রয় নিয়ে উত্তেজনার মধ্যেই চীনের সামরিক বাহিনী তাদের দক্ষিণ-পূর্ব সমুদ্র উপকূল এলাকায় বিমান ও নৌ মহড়া চালিয়েছে। রোববার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব মহড়ার খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বেইজিংয়ের তুমুল আপত্তি সত্তে¡ও যুক্তরাষ্ট্র স¤প্রতি স্বশাসিত দ্বীপ তাইওয়ানের কাছে ২২০ কোটি ডলারের ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রিতে সম্মত হয়েছে। এতে পাল্টাপাল্টি শুল্কারোপ নিয়ে দুই দেশের চলমান বিরোধের মধ্যেই তাইওয়ানকে ঘিরে চীন-যুক্তরাষ্ট্রের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। তাইওয়ানকে মূলভূখন্ড থেকে বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে চীন। তাইওয়ান স্বাধীন হওয়ার চেষ্টা করলে শক্তি প্রয়োগ করে দ্বীপটিকে ভূখন্ডভুক্ত করা হবে বলে হুমকি দিয়ে রেখেছে তারা। রোববার এক বিস্তৃত বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সা¤প্রতিক দিনগুলোতে তাদের পিপলস লিবারেশন আর্মি (চীনা সেনাবাহিনীর আনুষ্ঠানিক নাম) দক্ষিণপূর্ব উপকূলে মহড়া চালিয়েছে। তবে সমুদ্রের কোন এলাকায় এ মহড়া হয়েছে তার সুনির্দিষ্ট ভৌগোলিক অবস্থান জানায়নি তারা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।