Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

শরীর চর্চায় বিদ্যুৎ উৎপাদন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চালু করা হয়েছে পরিবেশবান্ধব ব্যায়ামাগার। ব্যায়ামের মাধ্যমে সুষ্ঠু শরীর গঠন হবে, সেইসঙ্গে শরীরচর্চা থেকেই উৎপাদিত হবে বিদ্যুৎ। শরীরচর্চা থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার হচ্ছে ব্যায়ামাগারের বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতিতে। ব্যায়ামাগারটি চালু করেছে স্যাক্রেমেন্টো ইকো ফিটনেস। ওয়াশিংটনের যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান স্পোর্টস আর্টের সহায়তায় মোটরবিহীন ট্র্যাডমিল ও বেশ কিছু ব্যায়ামের সরঞ্জামাদি সংযুক্ত করেছে প্রতিষ্ঠানটি। আর এই যন্ত্রগুলো থেকেই ওয়ার্ক আউটের পাশাপাশি উৎপাদিত হয় বিদ্যুৎও। ট্র্যাডমিল গুলো মূলত তড়িৎচুম্বক ও যান্ত্রিক গতিরোধক পদ্ধতি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। স্যাক্রেমেন্টো ইকো ফিটনেসের স্বত্বাধিকারী জোসে আন্তোনিও আভিনা বলেন, আমাদের অন্যতম বৈশিষ্ট্য হলো আমরা আমাদের জিমে কার্ডিও মেশিনসহ বিভিন্ন সরঞ্জামাদি যুক্ত করেছি। এগুলো ব্যবহারে একজন মানুষ শরীরচর্চার মাধ্যমে শরীরের ক্যালোরি ক্ষয়ের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ