Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৪১ অভিবাসী উদ্ধার করলো স্পেন

তিউনিসিয়া উপকূলে সপ্তাহ পর ৮২ লাশ উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

স্পেন ও মরক্কোর মাঝামাঝি সাগর থেকে শনিবার সাব-সাহারা অঞ্চলের ১৪১ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। স্পেনের নৌ উদ্ধারকারী দল একথা জানায়। সূত্র মতে, আলবোরান সাগর থেকে ৮৬ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। এরা দু’টি নৌকাতে ছিল। একটি নৌকা প্রায় ডুবেই যাচ্ছিল। ৮৬ জন অভিবাসীর মধ্যে ১৪ জন নারী ও ৩ শিশু ছিলেন। উদ্ধারকারী দল ওই নৌকার যাত্রীদের পানি থেকে তুলে আনে এবং সকলকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়া জিব্রাল্টার প্রণালী থেকে আরো ৫৫ জনকে উদ্ধার করা হয়। চলতি বছরের শুরু থেকে সাগর পাড়ি দিয়ে প্রায় ১১ হাজার অভিবাসী স্পেনে এসে পৌঁছায়। এ সময়ে উত্তর আফ্রিকা থেকে সাগর পাড়ি দিতে গিয়ে ২০৩ জন প্রাণ হারায়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বুধবার একথা জানায়। রয়টার্সের অপর এক খবরে বলা হয়, গত সপ্তাহে উপকূলে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের একটি একটি নৌকাডুবির ঘটনায় সাগর থেকে এ পর্যন্ত ৮২টি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তিউনিসিয়া রেড ক্রিসেন্ট। গত সপ্তাহে প্রতিবেশী লিবিয়া থেকে ইউরোপের পথে রওনা হওয়ার পর তিউনিসিয়া উপকূলে শরণার্থী বোঝাই ওই নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে ৮৬ জন আরোহী ছিলেন বলে বেঁচে যাওয়া লোকজন তিউনিসিয়ার কোস্ট গার্ডকে জানিয়েছিল। এটি সা¤প্রতিক বছরগুলোতে ওই এলাকায় সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী বিপর্যয়গুলোর অন্যতম বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নৌকাটি ডুবে যাওয়ার পর তিউনিসিয়ার জেলেরা চার ব্যক্তিকে উদ্ধার করেছিল, তাদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর গত সপ্তাহে জানিয়েছিল। শনিবার তিউনিসিয়া রেড ক্রিসেন্টের কর্মকর্তা মোঙ্গি সিøম রয়টার্সকে বলেছেন, “এক সপ্তাহ অনুসন্ধানের পর ডুবে যাওয়া ৮২ জনের সবার লাশ উদ্ধার করা গেছে।” গত মে মাসে তিউনিসিয়া উপকূলে এমনই এক শরণার্থীবাহী নৌকা উল্টে অন্তত ৬৫ জন ডুবে গিয়েছিল। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ