মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গরু পাচারকারীকে গ্রেফতার করতে গিয়ে গ্রামবাসীদের হামলার শিকার হয়েছে ভারতের একদল পুলিশ সদস্য। হামলায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৭ জন পুলিশকর্মী। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মরিয়াডিহ গ্রামে ঘটেছে এই ঘটনা। প্রয়াগরাজের পুলিশ সুপার (ক্রাইম) আশুতোষ মিশ্র জানান, দীর্ঘদিন ধরেই ওই গরু পাচারকারীর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার মরিয়াডিহ গ্রামে ‘ওয়ান্টেড’ ওই চোরাচালানকারীকে গ্রেফতার করতে যায় পুলিশের একটি দল। আর তখনই পুলিশকে বাধা দেয় একদল গ্রামবাসী। গ্রামবাসীদের হামলায় জখম হয়েছেন ৭ জন পুলিশকর্মী। গ্রামবাসীদের বাধা আর হামলার মুখে পড়ে বাধ্য হয়েই ফিরে আসতে হয় পুলিশকে। পুলিস সুপার (ক্রাইম) আশুতোষ মিশ্র জানান, এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, এই ঘটনার পরই ওই এলাকায় নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। জি নিউজ, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।