মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আটক তেলের ট্যাংকার ফেরত দিতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। সেই সঙ্গে পশ্চিমা শক্তিগুলোকে উপসাগরীয় অঞ্চল ছাড়তে বলেছে দেশটি। তেহরান বলেছে, ইরান ও উপসাগরীয় অন্যান্য দেশ এ অঞ্চলের নিরাপত্তা রক্ষার জন্য যথেষ্ট। ইউরোপীয় নিষেধাজ্ঞা ভঙ্গ করে সিরিয়ার কাছে তেল বিক্রির সন্দেহে ইরানের সুপারট্যাংকার গ্রেস ১ আটক করে রয়্যাল ম্যারিনের নাবিকরা, যা উপসাগরীয় দেশটিকে ক্ষেপিয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা ইরনাকে বলেন, এটি একটি বিপজ্জনক খেলা এবং তার পরিণতি হবে ভয়াবহ। ট্যাংকার আটকের আইনি যুক্তি নেই। সব দেশের স্বার্থে ট্যাংকারটি ছেড়ে দিতে হবে। ট্যাংকার ফেরত না দিলে পাল্টা পদক্ষেপের হুমকি দিয়েছে তেহরান। গত বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে ব্রিটিশ মালিকানাধীন বাণিজ্যিক জাহাজ ব্রিটিশ হেরিটেজের সামনে প্রতিবন্ধকতা তৈরি করতে চেয়েছিল ইরানের তিনটি জাহাজ। কিন্তু রয়্যাল নেভির একটি যুদ্ধজাহাজ ঘটনাস্থলে পৌঁছলে পিছুটান দেয় ইরান। অবশ্য হরমুজ প্রণালিতে এ ধরনের কোনো সংঘাতের অভিযোগ অস্বীকার করেছে তেহরান। গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।