মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় বাণিজ্যিক বিমানের জন্য আকাশসীমা খুলে দেয়ার জন্য নয়াদিল্লী যে অনুরোধ জানিয়েছে, সেটিকে নাকচ করে দিয়ে পাকিস্তান বলেছে, নয়াদিল্লীকে আগে পাকিস্তান-ভারত সীমান্ত থেকে জঙ্গিবিমানগুলোকে সরিয়ে নিতে হবে। অ্যাভিয়েশান সেক্রেটারি শাহরুখ নুসরাত- যিনি পাকিস্তানি সিভিল অ্যাভিয়েশান অথরিটির (পিসিএএ) ডিরেক্টর জেনারেলের দায়িত্ব পালন করছেন, তিনি শুক্রবার এ কথা বলেন। নুসরাতকে উদ্ধৃত করে ডন সংবাদপত্র বলেছে, তিনি বলেছেন, “ভারত সরকার আমাদেরকে আকাশসীমা খুলে দেয়ার অনুরোধ করেছে। আমরা তাদেরকে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি যে, সীমান্ত থেকে তাদেরকে অবশ্যই জঙ্গি বিমানগুলো সরিয়ে নিতে হবে”। ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান ভারতের জন্য তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়। ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় ৪০ সেনা নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক সংগঠন জয়শ-ই মোহাম্মদ। ভারত অভিযোগ করে যে, পাকিস্তান এ হামলায় মদদ দিয়েছে এবং সন্ত্রাসীদের তারা সহযোগিতা করছে। ইসলামাবাদ ওই অভিযোগ নাকচ করে দেয়। সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তান নিয়ণ্ত্রিত কাশ্মীরের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। পাকিস্তান পাল্টা বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে উপনীত হয়। পরে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের দুটি বিমান ভূপাতিত করে এবং একজন পাইলটকে আটক করে। ওই ঘটনার পর থেকে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ রেখেছে। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।