মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় পার্লামেন্ট লোকসভার উত্তর প্রদেশের মুসলিম এমপি শফিকুর রহমান নতুন একটি বিবৃতি দিয়ে বলেছেন, ‘মুসলিমরা আল্লাহ’র ওপর বিশ্বাস রেখে পৃথিবীতে বসবাস করে। তারা কংগ্রেস বিজেপি কিংবা মোদির ওপর আস্থা রাখতে পারে না, তাদের ভয়ও করে না। এটা তাদের অধিকার যে, তারা (মুসলিম) ভারতে বসবাস করবে।’ আল্লাহ ছাড়া কাউকেই ভয় পায় না মুসলমান। তিনি ওই বিবৃতিতে আরও বলেন, ‘এখানে (ভারতে) বসবাসের অধিকার আছে তাদের। এটা তাদের জন্মভূমি। তারা এই দেশের নাগরিক তাই তাদের দায়িত্ব যে, এই দেশকে সুরক্ষা দেয়া এবং দেশের ওপর জুলুমের প্রতিবাদ করার অধিকারও আছে তাদের। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন তারাও (মুসিলিমরা) দেখে।’ লোকসভার ওই এমপি আরও বলেন, ‘তাদের ধর্ম তাদেরকে মূল্যবোধের শিক্ষা দেয়। কিন্তু তারা আজ পাশবিক নির্যাতনের শিকার। তাদেরকে দিয়ে এমন সব শ্লোগান দিতে বাধ্য করা হচ্ছে যা তাদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী।’ এমপি শফিকুর রহমান অভিযোগ তুলে বলেন, ‘দেশের মুসলিমদেরকে মসজিদে গিয়ে সুষ্ঠুভাবে নামাজ পড়তে দেয়া হচ্ছে না। শুধু মসজিদ নয় এমনকি তারা শুক্রবারের জুমার নামাজ রাস্তায় পড়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। আরও নানাভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে।’ তিনি ওই বিবৃতিতে আরও বলেন, ‘মুসলিমদের সঙ্গে এটা হলেও অন্যান্য ধর্মের মানুষরা কিন্তু ঠিকই তাদের প্রার্থনা করতে পারছে নির্বিঘেœ। তারা সব স্থানে তাদের প্রার্থনালয়গুলোতে সুরক্ষিত। শুধু মুসলিমদের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে। এমনটা চলতে পারে না।’ ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।