Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

বন্যার সর্বনাশী থাবা

ভারতে ১০, নেপালে ১৫ এবং চীনে ৬১ জনের প্রাণহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

বন্যায় ভারতে ১০, নেপালে ১৫ এবং চীনে ৬১ জনের প্রাণহানি হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতের জনজীবন। এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। চলমান বন্যায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের আসাম রাজ্য। রাজ্যের ব্রহ্মপুত্র নদের পানি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে সেখানে ছয়জন নিহত হয়েছেন। পানিবন্দি হয়ে পড়েছে আট লাখের বেশি মানুষ। রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ২১টি বর্তমানে বন্যাকবলিত। এসব জেলার সাতশও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ঘরবাড়ি ছেড়ে যাচ্ছে মানুষজন। আসামের বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো- লখিমপুর, ধেমাজি, বিশ্বনাথ, সেনাতপুর, ডারনিং, বরপেটা, চিরাং, নলবাড়ি, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, মোরিগাঁও ও হোজাই। রাজ্যের অন্যতম প্রধান নদ ব্রহ্মপুত্রের পানি ক্রমাগত বেড়েই চলেছে। এদিকে আসামের বাইরে অরুণাচল, মিজোরামসহ উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যেও প্রবল বৃষ্টিপাত হচ্ছে বলে আবহাওয়া কার্যালয় থেকে জানানো হয়েছে। বিবিসি জানায়, নেপালের সরকার শুক্রবার জানিয়েছে, দেশটিতে ব্যাপক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ছয়জন নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছে তারা। গত বৃহস্পতিবার থেকে নেপালের ৭৭টি জেলার মধ্যে ২০টি জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া দেশটির পাহাড়ি এলাকা ও দক্ষিণাঞ্চলীয় সমভূমিতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট তাৎক্ষণিক বন্যা ও ভূমিধসের ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ছয়জন নিখোঁজ রয়েছে এবং আহত হয়েছে ১৩ জন। রাজধানী কাঠমান্ডুতে একটি বাড়ির দেয়াল ধসে পড়লে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। এদিকে টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, কাঠমান্ডুর বিভিন্ন রাস্তা প্লাবিত হওয়ার পর বন্যা কবলিত ঘরবাড়ি থেকে রাবারের নৌকায় করে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে পুলিশ। অনেক জায়গায় মানুষজনকে কোমর সমান পানির মধ্য দিয়ে হেঁটে হেঁটে মাথায় করে নিজেদের জিনিসপত্র নিয়ে অন্যত্র সরে যেতে দেখা গেছে। সিনহুয়া জানায়, অতি বৃষ্টিতে চীনে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ৬১ জন মারা গেছেন। এছাড়া প্রায় ৩ লাখ ৫৬ হাজার মানুষকে তাদের বাসস্থান থেকে সরিয়ে নেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের দক্ষিণ এবং মধ্যাঞ্চলের বেশিরভাগ অংশ এখন পানির নিচে। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বন্যায় ৯ হাজার ৩০০ বাড়ি ধ্বংস হয়েছে। এছাড়া পানিতে তলিয়ে গেছে ৩ লক্ষ ৭১ হাজার ১০০ হেক্টর কৃষি জমি। এই বন্যায় সব বিলিয়ে ১৯০ কোটি ডলারেরও বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিকিবসি, রয়টার্স, সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ