মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ঝগড়ার পর ‘প্রতিশোধ নিতে’ প্রেমিকের ক্রেডিট কার্ড থেকে চার লাখ ২০ হাজার টাকা বকশিস দেয়ার অপরাধে ২৪ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পুলিশ। গ্রেফতারকৃতের নাম সেরিনা ওলফ। গত ২৭ জুন এ ঘটনা ঘটে।দেশটির সংবাদমাধ্যম জানিয়েছেন, ঘটনার দিন ফ্লোরিডার ক্লিয়ার স্কাই ক্যাফেতে আহার করেন মাইকেল ক্রেন ও তার প্রেমিকা। তাদের বিল এসেছিল ৫৫ ডলার। তবে প্রেমিকের উপর ‘প্রতিশোধ নিতে’ ওয়েটারকে পাঁচ হাজার ডলার বকশিস দেন সেরিনা। বকশিস পেয়ে ওয়েটার ভেবেছিলেন ওলফ মহাধনী। কিন্তু পরে তিনি প্রেমিকের সঙ্গে ওই নারীর ঝগড়ার বিষয়টি জানতে পারেন। এ বিষয়ে মাইকেল পুলিশকে জানান, সেরিনার বাড়ি নিউইয়র্কে। ফ্লোরিডা থেকে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট কিনে দেয়ার বায়না না মেটানোয় তাদের মধ্যে সেদিন ঝগড়া হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে সেরিনা ওই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ইউএস টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।