Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিআইডবিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের কমিটি সভাপতি শুক্কুর মাহমুদ সাধারণ সম্পাদক জাকির

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : বিআইডবিøউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে জাকির হোসেন চুন্নুসহ বিভিন্ন পদে ১৩ জন নির্বাচিত হয়েছে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকার করিমী মার্কেটে অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয়ে সম্মেলন শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি। সংগঠনটির অন্য পদে নির্বাচিতরা হলেন, কার্যকরী সভাপতি মির্জা মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি মীর নাসির আহমেদ, শাহআলম, যুগ্ম সাধারণ সম্পাদক মিছির আহাম্মেদ খান, সহ-সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, মীর হোসেন, আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, দফতর সম্পাদক জালাল উদ্দিন, কোষাধ্যক্ষ রিয়াজ তালুকদার, প্রচার সম্পাদক আবুল কালাম। সংগঠনটির পূর্বতন কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন আহাম্মদ বাবুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাজী শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদার, বিআইডবিøউটি-এর শ্রমিক নেতা গোলাম মোস্তফা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিআইডবিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের কমিটি সভাপতি শুক্কুর মাহমুদ সাধারণ সম্পাদক জাকির
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ