বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অর্থনৈতিক রিপোর্টার : ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উপক‚লীয় জনগোষ্ঠীর চাহিদা ও দাবি উপেক্ষিত হয়েছে। তাই রোয়ানুদুর্গত এলাকার মানুষের জন্য শুধু প্রবৃদ্ধির অবকাঠামো নয়, এ জনগোষ্ঠীর সুরক্ষায় স্থায়িত্বশীল অবকাঠামো দরকার। গতকাল জাতীয় প্রেসক্লাবে ইক্যুইটিবিডি আয়োজিত এক মানববন্ধনে বক্তাদের বক্তব্যে এসব কথা উঠে আসে। মানববন্ধনের আয়োজন করে অনলাইন নলেজ সোসাইটি, অর্পন, উদ্দীপন, উদয়ন বাংলাদেশ, উন্নয়ন ধারা ট্রাস্ট, এসডিএস, কোস্ট ট্রাস্ট, কৃষানি সভা, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, জাতীয় কৃষানী শ্রমিক সমিতি, জাতীয় শ্রমিক জোট, সিডিপি ও হিউমিনিটি ওয়াটসহ উপকূলের সংগঠনসমূহ। মানববন্ধনে বক্তারা বলেন, এবারের প্রস্তাবিত বাজেটে উপক‚লের মানুষ উপেক্ষিত। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে মানুষ যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা থেকে উত্তরণের জন্য সরকারের বিশেষ পদক্ষেপ নেওয়া দরকার ছিল। বক্তারা আরো বলেন, এবার বাজেটে ভোলার অবকাঠামো উন্নয়নে ৬ হাজার কোটি টাকা এবং কক্সবাজার এলাকার জন্য সাড়ে ৬ হাজার কোটি টাকার প্রয়োজন। পাশাপাশি ভেঙে যাওয়া বাঁধ পুনর্নির্মাণকে মেগা প্রকল্পে অন্তর্ভুক্ত করে সরকারি ঠিকাদারের পাশাপাশি সেনাবাহিনীকে যুক্ত করতে হবে। উপকূল রক্ষাকে উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে বিবেচনা করে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখার আহŸান জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।