Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐক্যবদ্ধভাবে কাজ করলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব

আমিরাতে হাটহাজারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতির অভিষেকে ভাইস কনসাল

আরব আমিরাত থেকে ছালাহউদ্দিন | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৯, ৭:১০ পিএম

ঐক্যবদ্ধভাবে কাজ করলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব উল্লেখ করে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের ভাইস কনসাল মোজাফফর হোসেন প্রবাসীদের উদ্দেশে বলেছেন, আপনাদের প্রেরিত রেমিট্যান্স ও বিনিয়োগ দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রেখে দেশকে উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই দেশের উন্নয়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন। গত শুক্রবার রাতে শারজাহ রাইয়ান হোটেলের হলরুমে আরব আমিরাত হাটহাজারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত অভিষেক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সংগঠনের সভাপতি মহিউদ্দিন বেলাল রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমানের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ইসমাইল গণি চৌধুরী, কাজী মোহাম্মদ আলী, সেলিমউদ্দিন চৌধুরী, শাহাদাত হোসেন, মোহাম্মদ নাছির চৌধুরী, শামস আহমেদ, মাহাবুব আলম, আজম সিকদার, হাবিবুর রহমান, মীর আহমেদ, মোহাম্মদ আলমগীর, প্রকৌশলী মফিজুর রহমান, মোহাম্মদ ন‚রুল আবছার প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম পর্বে অভিষেক উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে ও উদযাপন কমিটির সদস্য সচিব আনোয়ারুল হক লিটনের উপস্থাপনায় শপথ বাক্য পাঠ করান সমিতির উপদেষ্টা হাবিবুর রহমান। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ