Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনগণের অধিকার প্রতিষ্ঠায় মাঠে নেমেছি- অধ্যাপক ড. আবু সাইয়িদ

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৯, ৬:১৭ পিএম

গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, জনগণের ট্যাক্সের টাকায় সরকার চলছে, সেই জনগণের উপরই তারা প্রভুত্ব বিস্তার করে চলেছে, এটা চলতে পারে না, জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে সেই প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবে, এটাই গণতন্ত্রের মুল কথা, কিন্তু এখন তা হচ্ছে না।

শনিবার বিকেলে জয়পুরহাট প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি আরো বলেন, কালো টাকার মালিকদের আশ্রয় দেওয়া হচ্ছে, কারা জনগণের রক্ত-ঘামের ৬ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সরকারকে তাদের নাম প্রকাশ করতে হবে।

এ সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা গণফোরামের সভাপতি শ্যামল কুমার সাহা। এতে আরো বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আমছা আমিন, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার মোহসীন রশিদ, জয়পুরহাট জেলা গণফোরামের সাধারণ সম্পাদক মামুনুর রশীদসহ অন্যান্যরা।

অধ্যাপক আবু সাঈদ আরো বলেন, এ সরকারে জনগণের শাসক নয়। এক ব্যক্তির হুকুমে দেশ চলছে। তাই তাদের কাছে থেকে কোন কল্যাণ প্রত্যাশা করা যায় না। দুর্বার আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে জনগণকে সম্পৃক্ত করতে আমরা মাঠে নেমেছি। এজন্য সংগঠন শক্তিশালী করার বিকল্প নেই। সংগঠন শক্তিশালী হলে আন্দোলনের ডাক দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অধ্যাপক ড. আবু সাইয়িদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ