Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রিস সবসময়ই আমার ভাল বন্ধু : লিয়াম হেমসওয়ার্থ

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

অভিনেতা লিয়াম হেমসওয়াথ (ছবিতে বাঁয়ে) জানিয়েছেন তার বড় ভাই ক্রিসের সঙ্গে একেবারে ছোটবেলায় মারামারি আর তর্কাতর্কি করলেও তিনি বরাবরই তার ঘনিষ্ঠতম বন্ধু ছিলেন এবং আছেন।
লিয়াম, ২৬, ফিমেইল ফার্স্টকে জানান স্বভাবের দিক থেকে তিনি আর তার ভাই ‘থর’ তারকাটি একই রকমের আর তাদের আচরণের অন্যতম দিক হলে সেই শৈশবের মারামারি।
“ক্রিস আর আমার ব্যক্তিত্ব একই রকমের; আমরা দুজনই ভীষণ গোঁয়ার। আমরা হাই স্কুলে ওঠার আগে পর্যন্ত আমদের এই তর্কাতর্কি আর হাতাহাতি বন্ধ হয়নি। তবে আমি বরাবরই তার ওপর নির্ভর করে এসেছি। সে আমার ঘনিষ্ঠতম বন্ধু,” লিয়াম বলেন।
অনেকেরই হয়তো জানা নেই থর চরিত্রে অভিনয়ের জন্য লিয়ামও অডিশন দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এই বিবাদে ক্রিসও জয়ী হন। তাদের প্রতিদ্ব›িদ্বতা নিয়ে লিয়াম বলেন, “আমি জানি আমাদের মাঝে একধরনের প্রতিযোগিতার স্বভাব আছে, তবে তার সবসময়ই একে অন্যের পাশে দাঁড়াবার মত। আমার মনে হয় প্রাথমিক প্রতিযোগিতাটি ছিল বছরের পর বছর বাবা-মায়ের ওপর নির্ভর না করা। পরস্পরের পাশে দাঁড়াবার কারণে আমরা দ্রæত তা কাটিয়ে উঠতে পেরেছিলাম।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিস সবসময়ই আমার ভাল বন্ধু : লিয়াম হেমসওয়ার্থ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ