Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

পাকিস্তানে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

পাকিস্তানে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ জনের বেশি। বৃহস্পতিবার পাঞ্জাবের রহিম ইয়ার খান শহরে একটি যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ির মধ্যে এই সংঘর্ষ ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

নাম না প্রকাশের শর্তে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকাল ৭:৪০ মিনিটে বাহাওয়ালপুর থেকে কোয়েটাগামী আকবর এক্সপ্রেসের সঙ্গে একটি মালগাড়ির সংঘর্ষ ঘটে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা উমর সালামত স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, আকবর এক্সপ্রেস ভুল লাইনে যাত্রা করায় এই দুর্ঘটনা ঘটে। ওই লাইনটিতে মালগাড়িটি আগ থেকেই দাঁড় করানো ছিল।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৬৬ জন আহত ও নিহতদের মধ্যে ১৪ জনকে একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের পা কেটে ফেলতে হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের রেল লাইন বেশ পুরনো। মালগাড়ি ও যাত্রীবাহী ট্রেন একই পুরনো লাইন ব্যবহার করে চলাচল করে। পুরনো অবকাঠামোর কারণে লাইচ্যুতির ঘটনাসহ নানা ধরণের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। বর্তমানে দেশটির রেল লাইন উন্নত করতে চীনা বিনিয়োগে কাজ চলছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ও রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদকে রেল অবকাঠামো উন্নত করার কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ