Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোয়াইট হাউজে ইমরান-ট্রাম্প বৈঠক ২২ জুলাই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

আগামী ২২ জুলাই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হতে যাচ্ছে। বুধবার হোয়াইট হাউজ বিষয়টি নিশ্চিত করেছে। হোয়াইট হাউজের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকটি আদৌ হবে কিনা তা নিয়ে বিভ্রান্তির মধ্যে হোয়াইট হাউজ থেকে ওই প্রেস বিজ্ঞপ্তি দেয়া হলো। এর আগে পাকিস্তান পররাষ্ট্র দফতরের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল এক টুইটে সফর নিয়ে প্রশ্নকারীদের জবাব দেন।

তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর সফর নিয়ে সন্দেহের বিরুদ্ধে সতর্ক করতে চাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। রীতি অনুযায়ী উপযুক্ত সময়ে আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হবে।
এর আগে এক শ্রেণীর মিডিয়ায় বলা হয় যে, সফরের ব্যাপারে হোয়াইট হাউজ কিছুই জানে না। ফলে আদৌ সফরটি হবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়।
হোয়াইট হাউজের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘাতে পরিপূর্ণ একটি অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা জোরদারের উপর নজর দেয়া হবে এই সফরে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়ার জন্য পরিবেশ সৃষ্টি এবং আমাদের দুই দেশের মধ্যে একটি স্থায়ী অংশীদারিত্বের লক্ষ্য নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী ইমরান সন্ত্রাস দমন, প্রতিরক্ষা, জ্বালানি ও বাণিজ্যসহ বহুসংখ্যক ইস্যুতে আলোচনা করবেন। গত বছর সাধারণ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী ইমরান খানের এটাই প্রথম যুক্তরাষ্ট্র সফর। সূত্র : এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ