Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার নাগাল্যান্ডে নথিভুক্তি শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

ভারতের নাগাল্যান্ডের আদিবাসীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার থেকে সেখানে নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। জানা গেছে, ওই তালিকায় নাম থাকা ব্যক্তিরা চাকরি, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা পাবে। ভারতের আসামে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) করার পর এবার নাগাল্যান্ডে শুরু হলো আদিবাসীদের নথিভুক্তিকরণ প্রক্রিয়া। এনডিএ শাসিত কোনো রাজ্য এই প্রথম আদিবাসীদের চিহ্নিত করার কাজ শুরু হলো। চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে সেই কাজ সম্পূর্ণ করা হবে। এ বিষয়ে নির্দেশনা জারি করেছেন নাগাল্যান্ডের হোম কমিশনার আর রামকৃষ্ণান। যদিও ওই প্রক্রিয়ার সঙ্গে আসামের নাগরিক তালিকার পার্থক্য রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ