Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাজিরহাট পৌরসভার বাজেট পেশ

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা তাদের প্রথম উন্মুক্ত বাজেট পেশ করেছে। নাজিরহাট পৌরসভা কার্যালয়ে জনাকীর্ণ নাগরিক সমাবেশে ২০১৯-২০২০ অর্থ বছরে সাড়ে ৩২ কোটি টাকার এ বাজেট পেশ করেন প্রথম নির্বাচিত পৌর মেয়র এস এম সিরাজুদ্দৌল্লাহ। এ বাজেট পেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফীন। গতকাল পৌর কাউন্সিলর মোহাম্মদ ইসমাঈল হোসেনের সঞ্চালনায় এ বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন ফটিকছড়ির বিএলএফ কমান্ডার আনোয়ারুল আজিম, নাজিরহাট আহমদিয়া আলিয়া মাদরাসা অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম শরীফি, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দীন চৌধুরী, পৌর কাউন্সিলরদের পক্ষে মোহাম্মদ সোলেমান প্রমুখ। উপস্থিত ছিলেন, কাউন্সিলর মোহাম্মদ আলী, এসএম আবুল মনসুর, ছলিমা আকতার শিউলী, সৈয়দ মোহাম্মদ জয়নাল আবেদীন, মোহাম্মদ আমান উল্লাহ, মোহাম্মদ হারুন, মোহাম্মদ মহিন উদ্দীন, মোহাম্মদ ইয়াকুব, রেজিয়া বেগম, আয়েশা আকতার মনি, পৌর প্রকৌশলী আবু ছালেহ, হিসাব রক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ প্রমুখ।

নাজিরহাট পৌর মেয়র লিখিত বক্তব্যে এ উন্মুক্ত বাজেটে উল্লেখ করেন, ২০১৯-২০২০ অর্থ বছরে সম্ভাব্য রাজস্ব আয় হবে ৭ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৫৭৪ টাকা ৮৮ পয়সা এবং সম্ভাব্য রাজস্ব ব্যয় হবে ৩ কোটি ৭৭ কোটি ৯৫ হাজার টাকা। এতে রাজস্ব উদ্বৃত্ত থাকবে ৩ কোটি ৬৬ লাখ ৫৮ হাজার ৫৭৪ টাকা ৮৮ পয়সা। এ বাজেটে সম্ভাব্য উন্নয়ন আয় হবে এডিপি (বিশেষ) ১ কোটি ৫০ লাখ, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৫ কোটি, বিএমডিএফ ৫ কোটি, জলবায়ু ট্রাস্ট ফান্ড ১০ কোটি টাকা ও রাজস্ব উদ্বৃত্ত ৩ কোটি ৬৬ লাখ ৫৮ হাজার ৫৭৪ টাকা ৮৮ পয়সাসহ সর্বমোট ২৫ কোটি ১৬ লাখ ৫৮ হাজার ৫৭৪ টাকা ৮৮ পয়সা এবং সম্ভাব্য ব্যয় হবে ২৫ কোটি ১৬ লাখ ৫৭ হাজার ৯৩৮ টাকা ৮৮ পয়সা। উদ্বৃত্ত থাকবে মাত্র ৬৩৬ টাকা।

সর্বপরি এবারে নাজিরহাট পৌরসভার বাজেট হচ্ছে- (রাজস্ব+উন্নয়ন) আয় সর্বমোট ৩২ কোটি ৬২ লাখ ১২ হাজার ১৪৮ টাকা ৮৮ পয়সা ও (রাজস্ব+উন্নয়ন) ব্যয় সর্বমোট ২৮ কোটি ৯৪ লাখ ৫২ হাজার ৯৩৮ টাকা এবং বাজেট উদ্বৃত্ত (রাজস্ব+উন্নয়ন মিলিয়ে) থাকবে ৩ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ২১০ টাকা ৮৮ পয়সা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ