Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক মটরসাইকেল আরোহী নিহত

ফুলবাড়ী(দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৯, ৭:৩৭ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ফজলে রাব্বী (২৪) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় পৌর শহরের ঢাকামোড় নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মটরসাইকেল আরোহী ফজলে রাব্বী পৌর এলাকার পুর্ব গৌরীপাড়া গ্রামের মকলেছার রহমানের ছেলে। এই ঘটনায় ঘাতক ট্রাক ও চালক রজব আলীকে আটক করেছে পুলিশ।
আটক ট্রাক চালক রজব আলী, দিনাজপুর সদর উপজেলার কাশেমপুর গ্রামের আফতাব আলীর ছেলে।
ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম ও প্রত্যক্ষ দর্শিরা বলেন, মটরসাইকেল আরোহী ফজলে রাব্বী মটর সাইকেল যোগে ফুলবাড়ী রেলগেট বাজার থেকে নিমতলা মোড়ে যাওয়ার পথে ঢাকামোড় নামক স্থানে এসে রাস্তায় পড়ে যায়। এসময় পিছন দিক থেকে আসা (ঢাকা মেট্রো-ট-১৪-৪৭২৭) দিনাজপুর গামী একটি ট্রাক মটর সাইকেল আরোহী ফজলে রাব্বীর মাথায় চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মটরসাইকেল আরোহী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ