Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছোট ভাই বনাম বড় ভাই মির্জাপুরে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৯, ৬:৪১ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানী যুব সমাজের উদ্যোগে ছোট ভাই বনাম বড় ভাই প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাওয়ার কুমারজানী মধ্যপাড়া মাঠে এ খেলা অনুষ্ঠিত। 

মির্জাপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শহীদুর রহমান শিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর পৌর আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ সরকার, ওয়ার্ড আওয়ামী লীগর সহ-সভাপতি মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন হিরু,মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন, সাইফুল ইসলাম, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. উজ্জল সিকদার, বড় ভাই গ্রুপের ক্যাপ্টেন মিজানুর রহমান মিঠু ছোট ভাই গ্রুপ ক্যাপ্টেন মিল্টন সিকদার প্রমুখ।
খেলায় রেফরির দায়িত্ব পালন করেন হামিদুর রহমান সোনাম। খেলায় ৩-২ গোলে বড় ভাই গ্রুপ বিজয়ী হয়। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ