Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রিসে ঝড়ে ৬ বিদেশির মৃত্যু আহত শতাধিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

গ্রিসে শিলাঝড় ও বৃষ্টির মধ্যে বিভিন্ন ঘটনায় ছয় বিদেশি নাগরিক নিহত ও আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার রাতে গ্রিসের উত্তরাঞ্চলে প্রবল বাতাস, বৃষ্টি ও শিলাঝড়ে গাছ উপড়ে পড়ে ও ছাদ ধসে এসব ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। টেলিভিশনে স¤প্রচারিত ফুটেজে দেখা গেছে, জনপ্রিয় পর্যটন কেন্দ্র হালকিদিকি উপদ্বীপের একটি রেস্তোরাঁর ভিতরে দিয়ে বয়ে যাওয়া প্রবল বাতাস সবকিছু উড়িয়ে নিচ্ছে। বিভিন্ন ওয়েবসাইটে আসা ছবিতে ওই এলাকার শহরগুলোর রাস্তায় উপড়ে পড়া পাইন গাছ ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখা গেছে। অনেক আহতকে চিকিৎসার জন্য যেখানে নিয়ে যাওয়া হয় সেই নেয়া মুদানিয়া মেডিকেল সেন্টারের পরিচালক আথানসিওস কালজাস গ্রিক টেলিভিশনকে বলেন, “আমার ২৫ বছরের ক্যারিয়ারে এই প্রথম এ ধরনের কোনো কিছুর অভিজ্ঞতা হলো। হঠাৎ আকস্মিকভাবেই এমন ঝড় হলো।” তাদের ক্লিনিকে নিয়ে আসা আঘাতপ্রাপ্তদের বয়স আট মাস থেকে ৭০ বছরের ঊর্ধ্বে বলে জানিয়েছেন তিনি। এদের অনেকে ঝড়ে ভেঙে পড়া গাছ ও অন্যান্য জিনিসে মাথায় আঘাত পেয়েছেন। পুলিশ জানিয়েছে, ঝড়ে ও পানির তোড়ে একটি ট্রাভেল ট্রেইলার ভেসে গিয়ে দুই চেক বৃদ্ধা নিহত হয়েছেন। ওই অঞ্চলের নেয়া গøাগিয়া শহরে একটি রেস্তোরাঁর ছাদ ধসে রোমানিয়ার নাগরিক এক নারী ও আট বছরের একটি শিশু নিহত হয়। সাগরতীরবর্তী শহর পোতিদেয়ায় নিজেদের হোটেলের কাছে উপড়ে পড়া গাছের নিচে পড়ে রাশিয়ার এক ব্যক্তি ও একটি বালক নিহত হয়, জানিয়েছে কর্তৃপক্ষ। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ