Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দোসা কিংয়ের যাবজ্জীবন বহাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

দোসা কিং বা দোসার রাজা পি রাজাগোপাল (৭১) যাবজ্জীবন কারাদন্ডের আদেশ বহাল রাখা হয়েছে। তিনি তার এক কর্মীকে হত্যা করার আদেশ দেন। কারণ তিনি সেই কর্মীর স্ত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন। ২০০৯ সালে রাজাগোপালকে যাবজ্জীবন কারাদÐের শাস্তি দেয়ার পর থেকে তিনি সাজা কমানোর চেষ্টা করে আসছেন। মঙ্গলবার সবশেষ আবেদনে স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে আবেদন করলে সেটিও নাকচ হয়ে যায়। পি রাজাগোপাল বৈশ্বিক রেস্টুরেন্ট চেইন সারাভানা ভবন-এর কর্ণধার। বিশ্বব্যাপী সারাভানা ভবন-এর ৮০টি শাখা এবং কয়েক হাজার কর্মী রয়েছে। রাজাগোপালের রেস্টুরেন্টের একটি দক্ষিণ ভারতীয় খাবারের নামানুসারে তাকে দোসা কিং বা দোসার রাজা বলে ডাকা হয়। একজন জ্যোতিষীর উপদেশ অনুযায়ী নিজের একজন কর্মচারীর স্ত্রীকে বিয়ে করার জন্য উদ্যত হন রেস্টুরেন্ট মালিক রাজাগোপাল। ২০০৩ সালে ওই নারীকে প্রলোভন দেখানো এবং তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ ওঠায় কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন রাজাগোপাল। বিবিসি বাংলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ