রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে ফ্রেন্ডস সেন্টারের মালিক ডিশ ব্যবসায়ী শফিকুল ইসলাম মোড়লের কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নে মুলাইদ (এমসি বাজার) মাজম আলীর মোড়ে এ ঘটনা ঘটে। চাঁদাবাজির ঘটনায় ডিশ ব্যবসায়ী বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, গত বেশ কিছুদিন ধরেই স্থানীয় মফিজ উদ্দিনের পুত্র রিমেল, হিমেল বেপারী, নুরুল ইসলামের পুত্র জাহাঙ্গীর আলম বেপারী ও মনির হোসেন বেপারীসহ আরও কয়েকজন ডিশ ব্যবসায়ী শফিকুল ইসলাম মোড়লের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না দেয়ায় শুক্রবার রাতে প্রতিপক্ষের লোকজন ডিশ ব্যবসায়ী শফিকুল ইসলামের ডিসের ক্যাবল, পাওয়ার বক্স, সাপ্লাইয়ার সহ অন্যান্য যন্ত্রপাতি ভাংচুর করে ৩ লাখ টাকার ক্ষতি করে। শ্রীপুর মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, চাঁদাবাজির অভিযোগ পেয়েছি, তদন্তকরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শ্রীপুরে মতবিনিময় সভা
গাজীপুরের শ্রীপুর মডেল থানার সামনে গতকাল শনিবার দুপুরে আসন্ন রমজান উপলক্ষে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের সভাপতিত্বে ও সিনিয়র এএসপি (সার্কেল) তোফাজ্জল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, গাজীপুর জেলার পুলিশ সুপার মো: হারুন-অর-রশিদ বিপিএম-পিপিএম (বার)। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন) মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিরাজুল হক প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।