রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দোকানপাট ভোগান্তিতে পথচারীরা
ত্রিশাল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড সহ প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে ফুটপাত দখল করে বিভিন্ন দোকানপাট গড়ে উঠেছে। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফোরল্যানের কাজ সম্পন্ন হলেও সাধারণ পথচারীদের যাতায়াতসহ ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে চা, পান-সিগারেট, ফলের দোকানসহ আরো ভাসমান ও স্থায়ী অসংখ্য দোকানপাট। ত্রিশাল বাসস্ট্যান্ডের লোকাল বাস দাঁড়ানোর স্থানটিও দখল করে সেখানে প্রতিদিন বসে কাঁচা বাজারের হাট ও অসংখ্য পেনা আর সাইনবোর্ডে ছেয়ে আছে। জায়গা না পেয়ে লোকাল বাসগুলো রাস্তার অনেকটা অংশ জুড়ে দাঁড়িয়ে থাকে যাত্রী উঠা-নামার জন্য ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। পথচারীদের অভিযোগ, ফুটপাত মানুষের হাঁটার জন্য দোকানপাট বসানোর জন্য নয়। আর এই ফুটপাতে মানুষের হাঁটার কোনো পরিবেশ নেই। যেন তাদের দখলে বন্দি পথচারীর ফুটপাত। আগামী ২৫ মে জাতীয় কবি কাজী নজরুর ইসলামের ১১৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশালে জাতীয় পর্যায়ে জন্মজয়েন্তী অনুষ্ঠিত হবে। নজরুল জন্মজয়েন্তীর অনুষ্ঠানকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ লোকজনের সমাগম ঘটে ত্রিশালে। যদি এই অবৈধ ফুটপাত দখলদারদের উচ্ছেদ না করা হয় তবে আমাদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হবে। স্থানীয় প্রশাসনের কাছে পথচারীদের দাবি দ্রুত সময়ের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ফুটপাত দখল মুক্ত না করলে জনসাধারণের চরম ভোগান্তিসহ বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন জানান, এ ব্যাপারে অতিদ্রুত সময়েম মধ্যে ফুটপাত দখলদারদের উচ্ছেদ করা হবে এবং ইতোমধ্যেই বাসমালিকদের সাথে কথা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।