রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা
‘জৈব সার ব্যবহারে, ফলন বাড়ে অধিক হারে’ এই সেøাগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে উদ্বুদ্ধকরণের মাধ্যমে ভার্মি কম্পোস্ট ভিলেজ সৃজন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা বালিয়া ইউনিয়নের জংলিপাড়া গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মা এগ্রো চুয়াডাঙ্গার উদ্যোগে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আরশেদ আলী জেলা কৃষক লীগের সভাপতি সরকার আলাউদ্দিন, মা এগ্রো চুয়াডাঙ্গার স্বত্বাধিকারী মফিজুর রহমান মাহফুজ, বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী মুক্তিসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে কৃষি উন্নয়নের স্বার্থে চুয়াডাঙ্গার মা এগ্রো’র পক্ষ থেকে ১২০ জন কৃষান, কৃষানীর হাতে বিনামূল্যে কেঁচো তুলে দেন। যার বাজার মূল্যে ৩ লাখ ৬০ হাজার টাকা বলে নিশ্চিত করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক। কৃষকরা কেঁচো কম্পোস্ট সার তৈরি করে জমিতে ব্যবহার করলে রাসয়ানিক সার ব্যহবহার করতে হবে না বলে জানান অতিথিরা। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক আরশেদ আলী জানান, বিনামূল্যে কেঁচো পেয়ে কৃষকরা জৈব সার উৎপাদনে ভূমিকা রাখবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।