রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কবির হোসেন, (রাঙ্গামাটি) কাপ্তাই থেকে
কাপ্তাই লগগেইট এলাকার মসজিদের পাশে বসবাসরত সফল পরিশ্রমী উদিয়মান যুবক নাম করা এক ফুটবলার ডেইরি ফার্ম করে প্রতিমাসে ৪০ হাজার টাকা আয় করে নিজে আজ স্বাবল¤¦ী। পাশাপাশি উন্নত জাতের ঘাস চাষ করে আগামী ঈদে পঞ্চাশ হাজার টাকা লাভবান হওয়ার কথা জানালেন সেই সফল যুবক কাজী আকিদুর রহমান (৩২) পিতা কাজী খলিলুর রহমান। ছয় ভাই-বোনের মধ্যে সকলের ছোট এ যুবক। সকল ভাই ব্যবসা-চাকরি করলেও সে সবার চেয়ে একটু ব্যতিক্রম বা আলাদা। চাকরির কথা শুনতে পারে না। চাকরি আজ আছে কাল নেই। তিনি বলেন মেধা আর সৎ সাহস থাকলে কোন কিছু দমিয়ে রাখা যায় না। আজ প্রতিমাসে এত টাকা রোজগার করার রহস্য জানালেন সফল যবুক আকিদ। তিনি বলেন, ২০১৩ সালে সখের বসত একটি ছাগল লালনপালন করে সেই ছাগল থেকে বেশকিছু ছাগল জন্মনেয়। তা বিক্রয় করে একাশি হাজার টাকা দিয়ে ৬ কেজি লিটার দুধ দেওয়া একটি গাভী ক্রয় করে নিজে লালনপালন করি। একটি গাভী থেকে আজ চার বছরের মধ্যে তিনটি গাভী ও তিনটি বাছুর রয়েছে। সেই তিনটি গাভী হতে প্রতিদিন ৩৬ লিটার দুধ পাওয়া যায়। তা বিক্রয় করে সব খরচ বাবদ মাসে চল্লিশ হাজার টাকা লাভ হচ্ছে। এবং পাশাপাশি উন্নতজাতের নেপীয়ার গরু ও ঘাস চাষ করছে। আগামী কুরবাণী ঈদে এ ঘাস বিক্রয় করে ৫০/৬০ হাজার টাকা আয় করবে বলে উল্লেখ করে। তিনি আরো বলেন, আমার দেখাদেখি শিক্ষিত অনেক যুবক চাকরি না করে আমার নিকট পরামর্শ নিয়ে রুবেল, সাইফুলসহ অনেক বেকার যুবক আজ এ ডেইরি ফার্ম করে নিজ উদ্যোগে স্বাবল¤¦ী হয়েছে। সফল যুবক বলেন, কোন কাজ ছোট নয় বা কাউকে ছোট করে দেখা ঠিক নয়। আজ যারা দেশের উচ্চ পর্যায়ের সিড়িতে বসে আছে তাদের পিছনে রয়েছে মনবল, সৎ সাহস আর পরিশ্রম। তিনি বলেন, আমি আড্ডা, দুর্নীতি, খারাপ কোন কিছুই পছন্দ করি না। শুধু বুজি কাজ আর কাজ। এ কাজে একদিন যে কেউ আমার মতো সফল বয়ে আনবে। উদিয়মান যুবক শুধু ডেইরি ফার্মে জড়িত নয় কাপ্তাই উপজেলা, জেলাসহ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে সেরা একজন ফুটবল খেলোয়ার হিসেবেও ব্যাপক নাম ডাক রয়েছে। তিনি বলেন, কাপ্তাই সেনাবাহিনীর অনেক খেলায় তাকে কোর্সার হিসেবে নিয়ে যায়। পাড়লে মানুষের উপকার করে, পাগল ভালোবাসে, তাদের সেবাযতœ করে। তিনি আরো বলেন, কোন যুবককে সরকার লোন দিলে আগে ভালোভাবে দেখেশুনে লোন দেয়া প্রয়োজন। অনেকে টাকা নিয়ে কাজ করে না। তাই দেখেশুনে লোন দেয়ার কথা উল্লেখ করেন। সঠিক পশু চিকিৎসকরা যেন এ ধরনের খামারিদের সঠিক চিকিৎসা প্রদান করার আহ্বান করে। তার ইচ্ছা একটি এতিম খানা এবং একটি বিদ্যাশ্রম করার স্বপ্ন রয়েছে। সরকারের সহযোগিতা পেলে তিনি তা বাস্তবায়ন করবে বলে উল্লেখ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।