Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিতে ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা­) উপজেলা সংবাদদাতা

পাবনার চাটমোহর উপজেলার গ্রামীণ প্রসূতি মা, শিশু এবং দুঃস্থ রোগীদের চিকিৎসা সেবা ত্বরান্বিত করতে চালু হলো ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স সেবা। চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার বেগম শেহেলী লায়লার বিশেষ উদ্যোগে উপজেলার ১১টি ইউনিয়নে প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে প্রতিটি ইউনিয়নে ১টি করে (ব্যাটারি চালিত অটোরিকশায়) ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। একই সাথে মোটরসাইকেল চুরি ঠেকাতে উপজেলা চত্বরে নির্মাণ করা হয়েছে একটি গ্যারেজ। যেখানে বিনামূল্যে মোটরসাইকেল রাখতে পারবেন চালকরা। গত বুধবার সকাল ১১টায় চাটমোহর উপজেলা পরিষদে ব্যতিক্রমী এই অ্যাম্বুলেন্স সেবা ও মোটরসাইকেল গ্যারেজের উদ্বোধন করেন জেলা প্রশাসক রেখা রানী বালো। এ সময় উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা, ভাইস চেয়ারম্যান আরজ খান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুনসহ অনেকে উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর জেলা প্রশাসক রেখা রানী বলেন, এই উদ্যোগ নিঃসন্দেহে ব্যতিক্রমী ও প্রশংসাযোগ্য। তিনি অ্যাম্বুলেন্স চালকদের সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেন। রোগীদের সুবিধার্থে প্রতিটি অ্যাম্বুলেন্স চালকের কাছে (০১৭৯৬-৫৬৯১৩০ থেকে ০১৭৯৬-৫৬৯১৪০) কর্পোরেট নম্বরসহ মোবাইল সেট থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিতে ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ