বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা এই তথ্য নিশ্চিত করলেও বিজিবি জানিয়েছে, তাদের কাছে হত্যার নিশ্চিত কোনো তথ্য নেই।
নিহতরা হলেন, দোভাগী গ্রামের আসাদুর রহমানের ছেলে রয়েল রহমান ও মনোহরপুর হঠাৎপাড়ার সাইফুল ইসলামের ছেলে সাদ্দাদ হোসেন পটল।
দুর্লোভপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু ও সাবেক চেয়ারম্যান নাজমুল কবীর মুক্তাসহ স্থানীয় আরো কয়েকজন জানান, বুধবার দিবাগত রাতে রয়েল ও পটলসহ আরো কয়েকজন গরু আনতে ওয়াহেদপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই মারা যায় তারা। অন্য সহযোগিরা তাদের মরদেহ নিয়ে এসে গোপনে দাফন করেছে।
তবে এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর এখলাসুর রহমান জানান, দুই বাংলাদেশি হত্যার ঘটনা স্থানীয়দের কাছ থেকে তারাও জেনেছেন। তবে তাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। যারা মারা গেছে বলে খবর ছড়িয়ে তাদের পরিবারের কেউ বিজিবির কাছে স্বীকার করেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।