মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্যাপক সমালোচনার মুখে অবশেষে কনসার্ট বাতিল করলেন ত্রিনিদাদ ও টোবাগোর পপতারকা নিকি মিনাজ। সউদী আরবের জেদ্দা কিং আবদুল্লাহ স্পোর্টস স্টেডিয়ামে আগামী ১৮ জুলাই আন্তর্জাতিক কনসার্টের আয়োজন করার কথা। সেখানে প্রধান গায়িকা হিসেবে নাম ছিল নিকি মিনাজের। সউদী আরব ইতোমধ্যে কনসার্টের সকল প্রস্তুতিও সেরে ফেলেছিল। কনসার্টটিতে মদ নিষিদ্ধ ও নারীদের আবায়া (এক ধরনের ঢিলেঢালা লম্বা পোশাক) পরিধান করে আসার নির্দেশনার কথাও উল্লেখ করা হয়েছে বেশ কয়েকটি গণমাধ্যমে।
তবে কনসার্টে নিকি মিনাজের অংশ নেয়াকে নিয়ে দেশটির নারীদের একটি অংশ চটেছেন। তাদের কথায়, নিকি মিনাজের গানগুলো যৌনতা সংক্রান্ত এবং অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গিপূর্ণ। আর সেখানে উপস্থিত সউদী নারীদের আবায়া পরতে বলা হয়েছে।
এমন অবস্থার মধ্যে এক সপ্তাহের মাথায় কনসার্ট বাতিলের ঘোষণা দেন নিকি মিনাজ। তিনি এক বিবৃতিতে বলেন, ‘ভেবেচিন্তে জেদ্দা ফেস্টে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তবে সউদী আরবে হঠাৎ করে কেন এই আন্তর্জাতিক কনসার্টে নিকি মিনাজের ডাক তা নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে কনসার্ট বাতিল করতে নিকি মিনাজকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা। সউদী আরবের ‘শাসনের অর্থ প্রত্যাখ্যান’ এবং তাকে তার প্রভাবটা নারীদের অধিকারে ব্যবহার করার জন্য আহ্বান করা হয়েছিল। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।