মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রখ্যাত মার্কিন অভিনেতা রিপ টর্ন মারা গেছেন। যুক্তরাষ্ট্রের কানেটিকাটে নিজ বাড়িতে গত মঙ্গলবার বিকেলে বর্ষীয়ান এই অভিনেতা চির বিদায় নিয়ে চলে গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
১৯৫৭ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় তার। জীবনের শেষ সময় পর্যন্ত স্ত্রী অ্যামি রাইট, এবং দুই মেয়ে তার পাশে ছিলেন। তার মৃত্যুর কোন কারণ পরিবার থেকে জানানো হয়নি। তবে বার্ধক্যজনি রোগে মারা গেছেন বলেই জানিয়েছে আন্তর্জাতিক মিডিয়া।
রিপ টর্ন অ্যামি জয়ী অভিনেতা। টাইম লিমিট, সুইট বার্ড অব ইয়থ, ক্রিটিক্স চয়েস, দ্য সিনসিনাটি কিড, ম্যান ইন ব্ল্যাক সও পর্ক চপ হিলস এর মতো অনেক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। একজন মুক্তচিত্তের অধিকারী ছিলেন রিপ টর্ন।
টেলিভিশনে প্রদর্শিত কমেডি ‘দ্য ল্যারি স্যান্ডার্স শো’তে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৬ সালে এমি অ্যাওয়ার্ড পান। সূত্র : ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।