Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

বন্দুক নিয়ে মাতাল বিজেপি নেতার নাচ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

ফিল্মি কায়দায় দু’হাতে বন্দুক নিয়ে মাতাল হয়ে নাচছেন ভারতের উত্তরাখন্ডের খানপুরের বিজেপির এক নেতা। হিন্দি ছবির গানের তালে তাল মিলিয়ে নাচের ফাঁকে পানীয়র গ্লাসে চুমুক দিয়ে নিচ্ছেন মাঝে মধ্যে। দু’হাতে ছোট-বড় রাইফেল, পিস্তল মিলিয়ে রয়েছে ৪টি বন্দুক। বিজেপির ওই নেতাকে ঘিরে নাচছেন আরও তিন-চার জন। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে ভারতের সামাজিক মাধ্যমে। এই ভিডিও অস্বস্তি বাড়িয়েছে উত্তরাখন্ডের বিজেপি নেতৃত্বের। কারণ, ওই ভিডিওতে মাতাল হয়ে দু’হাতে বন্দুক নিয়ে যিনি নাচছেন, তিনি রাজ্যের বিজেপি এমপি প্রণব চ্যাম্পিয়ন। স¤প্রতি পায়ে অস্ত্রোপচার সেরে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর নিজের ঘনিষ্ঠ অনুগামীদের নিয়ে আনন্দ-ফুর্তিতে মাতেন প্রণব চ্যাম্পিয়ন। আর এই ভিডিও কোনও ভাবে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। হিন্দুস্তান টাইমস, এএনআই, জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ