Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলপন্থী সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরাইলপন্থী এক সম্মেলন চলাকালে ফিলিস্তিনিদের প্রতি মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদেই ওই আয়োজনের সামনে অবস্থান করে শত শত মার্কিনি। তারা বলেন, জায়নবাদ বর্ণবৈষম্যের সামিল। অন্যদিকে সম্মেলনে বক্তাদের দাবি, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই মুহূর্তে ইতিহাসের সেরা সম্পর্ক বিরাজ করছে। প্রতিবছরই এই খ্রিস্টান-জায়ন সম্মেলনে য্ক্তুরাষ্ট্র ও অন্যান্য দেশ থেকে হাজার হাজার প্রতিনিধি অংশ নেয়। ইসরাইলি রাষ্ট্রের সমর্থনে এটা অন্যতম বড় প্ল্যাটফর্ম। আয়োজকদের দাবি, প্রথমদিনেই ইসরাইলপন্থী অনেক বিশেষ অতিথি অংশ নিয়েছেন। আর এতে করে যুক্তরাষ্ট্র ও ইসরায়লের সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে। মার্কিন-ইসরাইল সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভালো অবস্থানে আছে বলে মন্তব্য করেছে ইসরাইলপন্থী ওই খ্রিস্টানদের গ্রুপটি। সম্মেলনে অংশ নিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও হোয়াইট হাউসের নিরাপত্তা পরামর্শক জন বোল্টনের মতো কর্মকর্তারা। অন্যদিকে ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এই আয়োজন নিয়ে কিছু জানতে চাইলে আয়োজকরা মন্তব্য করেননি। তাদের অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের অনুমতিও দেওয়া হয়নি। এদিকে সম্মেলনের বাইরেই প্রায় ১০০ জন অধিকারকর্মী ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদের আন্দোলন করছেন। জেরুজালেমে শান্তি নিয়ে কাজ করা খ্রিস্টান সংগঠন ফ্রেন্ডস অব সাবিল অব নর্থ আমেরিকার নির্বাহী পরিচালক তারেক আবুয়াত্তা বলেন, তার সংগঠনের সদস্যরা ইসরাইল দখলদারিত্বের অবিচার সম্পর্কে তুলে ধরতে চায়। তিনি বলেন আমাদের অবস্থান নেওয়া জরুরি। এর আগে দিনের শুরুতে ওই সম্মেলনে আবুয়াত্তা বলেছিলেন, জায়নবাদ বর্ণবৈষম্যের সামিল। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ