মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্য ও এর প্রধানমন্ত্রী টেরিজা মে-র প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরমি হান্ট। যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত কিম ডেরকের ইমেইল ফাঁস ঘটনায় ট্রাম্প ওই রাষ্ট্রদূতকে ‘বিরাট বেকুব’ বলার পর ক্ষমতাসীন টোরি দলের নেতৃত্বপ্রত্যাশী হান্ট এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলে বিবিসি জানিয়েছে। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের অনলাইনে ফাঁস হওয়া ওই ইমেইলগুলোতে ডেরক মার্কিন প্রশাসনকে ‘বেখাপ্পা ও অকর্মা’ আখ্যা দিয়েছিলেন। ইমেইল ফাঁসের ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ অভিহিত করে যুক্তরাজ্য এ ঘটনার তদন্ত শুরু করলেও রাষ্ট্রদূতকে নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়। ডেরকের পাশাপাশি ব্রেক্সিট বিষয়ক ব্যর্থতায় টেরিজা মে-রও সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ প্রধানমন্ত্রী তার উপদেশ অগ্রাহ্য করে ‘নিজের বোকামির পথ’ ধরেই অগ্রসর হয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প ডেরকের সঙ্গে ‘আর কোনো কাজ করবেন না’ বলে ঘোষণা দিলেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট রাষ্ট্রদূতের প্রতি মে-র ‘পুরো সমর্থন’ আছে বলে জানায়। দুই দেশের এই চাপান-উতোরের মধ্যে মঙ্গলবার যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী লিয়াম ফক্সের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী উইলবার রসের একটি বৈঠকও বাতিল হয়েছে। ব্রিটিশ রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে টুইটারে ট্রাম্পের একের পর এক মন্তব্যের পর টুইটারেই পাল্টা প্রতিক্রিয়া দেখান হান্ট। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।